জানুয়ারি ৭, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের দুই বর্ষের স্থগিত হওয়া দুটি চূড়ান্ত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা আগামী বছরের (২০২৫ সালের) ৬ জানুয়ারি এবং স্নাতক ১ম বর্ষের পরীক্ষা আগামী বছরের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, অনিবার্য কারণে ২৫ এবং ২৭ নভেম্বরের ২০২৩ সালের স্নাতক ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০২৩ সালের ৪র্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে সময়সূচি অনুযায়ী অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যে কারণে পরবর্তী সময়ে দুটি বর্ষের ২টি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...