ডিসেম্বর ২৬, ২০২৪

মনোনয়ন ফরম জমা দিতে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সাকিব আল হাসান

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এর আগে, গত শনিবার দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন জাতীয় দলের এই ক্রিকেটার। তার পক্ষ থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...