জানুয়ারি ২৩, ২০২৫

নির্বাচনের পর এলাকায় ফিরলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। মাগুরায় ফিরেই বৃহস্পতিবার মাগুরা পৌরসভা কার্যালয়, সদর উপজেলা পরিষদ, আদর্শ কলেজ, মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে যান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

দুপুরে মাগুরা পৌরসভা কার্যালয়ে গেলে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এবং পৌর পরিষদের কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে সাকিব আল হাসান মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের জন্য সরবরাহকৃত ঔষধ ও পথ্যের বরাদ্দের মান দেখে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেখানে উপস্থিত সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের নজরদারির আহবান জানান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...