ডিসেম্বর ২৩, ২০২৪

আঙুলের ইনজুরিতে পড়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে চোট কাটিয়ে আবারো ফিরেছেন সাকিব। যদিও আগেই ফিটনেস টেস্ট নিয়ে কাজ করছিলেন তারকা এই অলরাউন্ডার। তবে আজ বৃহস্পতিবার মিরপুরের ইনডোরে বল হাতে বোলিং অনুশীলন করেছেন সাকিব। ইনজুরি থেকে ফিরে এবারই প্রথমবারের মতো বল হাতে নিলেন এই অলরাউন্ডার।

ইনজুরি থেকে ফিরে প্রথমবারের মতো বোলিং অনুশীলনের দিনে সাকিবের সঙ্গী ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। লঙ্কান এই স্পিনার সাকিবকে দেখিয়ে দিচ্ছিলেন বোলিংয়ে আবার ফিরে আসার কৌশল। যদিও ব্যাট হাতে এখনো অনুশীলনে ফেরেন তারকা এই ক্রিকেটার।

এর আগে আজ দিনের শুরুতে মিরপুরের একাডেমী মাঠে রানিং অনুশীলন করেন সাকিব। এ সময় ট্রেনার ইফতেখার ইফতি ছিলেন তার সঙ্গে। এরপর ইনডোরে বোলিং অনুশীলনের সময় ছিলেন জুলিয়ান ক্যালেফাতেও।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...