সেপ্টেম্বর ১৮, ২০২৪

হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। মামলা দায়েরে পর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টও খেলে ফেলেছেন তিনি। এখন কি একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন সাকিব? যেহেতু কেবল মামলা হয়েছে, এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি, এক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত তার খেলতে কোনও বাধা নেই। জাতীয় এক দৈনিকে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

সাকিবের বিরুদ্ধে মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যদিও বিসিবির দাবি তারা কোনও নোটিশ পাননি। বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন প্রথম টেস্টের পর সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু দুইদিন পেরিয়ে গেলেও এই ইস্যুতে চুপ ছিলেন তিনি। অন্যদিকে নতুন পরিচালক নির্বাচিত হওয়া নাজমুল আবেদীন ফাহিম সাকিবের ব্যাপারে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন গতকাল। আজ আকরাম খানও কিছু বলতে পারলেন না।

সাকিব প্রসঙ্গে ফারুক বলেছেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাবো। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই। ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেবো।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *