ডিসেম্বর ২৭, ২০২৪

মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চেয়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় মাগুরা শহরের নোমানী ময়দান থেকে এ বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।

এ সময় সাকিব আল হাসান বলেন, আসন্ন নির্বাচনে মাগুরার দুটি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। এজন্য আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সাবইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...