ডিসেম্বর ২৩, ২০২৪

আগের ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে হার। আজ হারলেই এসিসি ইমার্জিং কাপ থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ ওমানের সামনে ফেভারিট বাংলাদেশ দাপট দেখাল।

কলম্বোতে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠানোর মূল ভাবনাই ছিল অল্প রানে গুটিয়ে রান রেট বাড়িয়ে নেওয়ার। সেই পরিকল্পনায় বাংলাদেশ সফল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমান আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায়। ১৬.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে বাংলাদেশ ওই লক্ষ্য তাড়া করে দারুণ জয় তুলে নেয়।

গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। শেষ ম্যাাচ জিততে পারলে বাংলাদেশ খেলতে পারবে সেমিফাইনাল।

বাংলাদেশের আজকের জয়ের নায়ক মুশফিক হাসানের পরিবর্তে একাদশে আসা তানজিম হাসান সাকিব। ডানহাতি পেসার ৯ ওভারে ২ মেডেনে ১৮ রানে ৪ উইকেট নিয়ে ওমানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিলেন। তাকে যোগ্য সঙ্গ দেন দুই স্পিনার রাকিবুল ও মাহমুদুল হাসান জয়। দুই স্পিনার ৪ উইকেট ভাগাভাগি করেছেন। এছাড়া ১টি করে উইকেট নেন রিপন মন্ডল ও মেহেদী হাসান।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ওমানের কোনো ব্যাটসম্যান ত্রিশের ঘর পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান করেছেন আয়ান খান। এছাড়া শুভ পাল ২৫, শোয়েব খান ২৩ ও কাশইয়াপ প্রজাপতি ২২ রান করেন। কিছুদিন আগেই এই কাশইয়াপ প্রজাপতি আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৩ রান করেছিলেন। আজ তাকে থিতু হওয়ার আগেই মেহেদী হাসান ড্রেসিংরুমের পথ দেখান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তামিম আগ্রাসন দেখান। উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব শট আর রানিং বিটিউন দ্য উইকেটে দক্ষতার পরিচয় দিয়ে দ্রুত রান তোলেন। ২৮ বলে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন ৮ চার ও ২ ছক্কায়। অপরপ্রান্তে থাকা নাঈম শেখ নিজের স্বাভাবিক খেলা খেলেই দলের রান বাড়ান।

এক পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ ১০ ওভারেই ম্যাচ জিতে নেবে। ফিফটি পাওয়ার পর সেভাবেই ব্যাট চালাচ্ছিলেন তামিম। কিন্তু বিপদ ডেকে আনেন ১৫তম ওভারে। লেগ স্পিনার আকিব ইলিয়াসের বল উড়াতে গিয়ে ক্যাচ দেন ৬৮ রানে। ৪৯ বলে ১১ চার ২ ছক্কায় সাজানো ইনিংসটি থেমে যায় সেখানেই। তিনে নেমে অধিনায়ক সাইফ হাসান দুই বলের বেশি টিকতে পারেননি। নিজের খেলা দ্বিতীয় বল উড়াতে গিয়ে ক্যাচ দেন শূন্য রানে।

সেখান থেকে জাকির হাসান ও নাঈম শেখ বাকি কাজ সারেন সহজেই। ৪২ বলে ৭ বাউন্ডারিতে ৪৭ রান করে অপরাজিত থাকেন নাঈম। জাকির ৬ বলে করেন ১১ রান।

১৮ জুলাই বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...