সেপ্টেম্বর ১৮, ২০২৪

রাজধানীর বাড্ডার নতুন বাজারে গুলিবিদ্ধ কিশোর ইমন (১৭) মারা গেছে। শনিবার ( ৩ আগস্ট) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গত ২০ জুলাই নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহতের বড় বোন সামিয়া আক্তার বলেন, আমার ছোট ছোট ভাই ইমন নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে কাজ করতো। গত ২০ জুলাই সে ওই হোটেলের সামনে গুলিবিদ্ধ হয়। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।

তিনি আরও বলেন, আমরা বর্তমানে বাড্ডা এলাকাতে থাকি। আমাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চানপুর গ্রামে। আমার বাবার নাম মো. সেলিম আলী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে এ নিয়ে ৯৩ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আটজনের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবার নিয়ে চলে গেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *