সেপ্টেম্বর ৮, ২০২৪

সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু হওয়ার তিন মাসে প্রায় ১৬ হাজার মানুষ নিবন্ধন করেছেন। এতে ১৬ কোটি টাকার বেশি চাঁদা জমা পড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ১৭ আগস্ট বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকেই সর্বজনীন পেনশন কর্মসূচি সরকার জন্য উন্মুক্ত করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে সরকার এই কর্মসূচি চালু করে। আপাতত প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী- এ চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার।

উদ্বোধনের পর থেকে গত ১৮ নভেম্বর পর্যন্ত ১৫ হাজার ৯০৫ জন বিভিন্ন স্কিমে নিবন্ধন নিয়েছেন। এতে দেশ-বিদেশ মিলিয়ে গ্রাহকের ১৬ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা জমা পড়েছে। চার স্কিমের মধ্যে প্রগতিতে ৭ হাজার ২১ জনের ৮ কোটি ৬০ লাখ ৫৮ হাজার টাকা, সুরক্ষায় ৬ হাজার ৫২৮ জনের ৫ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা, প্রবাসে ৪৭৪ জনের ১ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা এবং সমতায় ১ হাজার ৮২২ জনের ৪৭ লাখ ৬৯ হাজার টাকা চাঁদা জমা পড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *