নভেম্বর ২১, ২০২৪

মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৮ দফা দাবি পূরণের আহবান জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন জোটের নেতারা। শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার-প্লাকার্ড হাতে মিছিল নিয়ে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। সাড়ে তিনটার দিকে শঙ্খ বাঁজিয়ে সমাবেশ শুরু হয়। এ সময় বক্তারা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, দুর্গাপূজায় পাঁচ দিন ছুটিসহ অন্যান্য দাবি তুলে ধরেন।

অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নের কথাও বলেন তারা। পাশাপাশি, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে। অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্মল বিশ্বাস, প্রসেনজিৎ কুমার হালদার, রাজেশ নাহা, পিযুষ দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর্ন্তজাতিক ভাবনামৃত সংঘ, ইস্কন- এর সাধারণ সম্পাদক লীলারাজ ব্রহ্মচারী, চট্টগ্রাম পুঞ্জরিক ধামের অধ্যক্ষ চিনায় কৃষ্ণ দাস, শ্রীমং রবীশ্বানন্দ পুরী মহারাজ, শ্রীমং স্বরুপ দাস বাবাজী মহারাজ, শ্রীমং গোপীনাথ দাস ব্রহ্মচারী, প্রফেসর চন্দন সরকার, সুমন গোস্বামী পুলক।

বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি প্রসেঞ্জিত কুমার হালদার, রনি রাজবংশী, দেবব্রত সরকার, জাগো হিন্দু পরিষদের চট্টগ্রামের টিটু শীল, চট্টগ্রাম দক্ষিণ হিন্দু পরিষদের সাবেক হিন্দু পরিষদের বিকাশ চন্দ্র দাস, নারায়ন গঞ্জ জেলা সভাপতি প্রকৌশলী উত্তম কুমার দাস, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মনোদীপ মন্ডল, নির্মল বিশ্বাস, প্রদীপ কান্তি দে, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি সাজেন কৃষ্ণ বল, বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক এর এডভোকেট সুশান্ত অধিকারী, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি দিপঙ্কর সিকদার দীপু, মুখপাত্র সাজন

কুমার মিশ্র, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশীষ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত অধিকারী, বিশ্ব হিন্দু ফেডারেশন এর মহাসচিব সাংবাদিক শ্যামল কান্তি নাগ, সারদাঞ্জলী ফোরামের মহানগর সভাপতি রতন চন্দ্র পাল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন পাল। মহাসমাবেশে একাত্মতা প্রকাশ করেন জাগো হিন্দু পরিষদ হরিজন ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ, ভক্ত সংঘ সোসাইটি, ভক্ত সংঘ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, সুহৃদ বাংলাদেশ।

বক্তারা আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পুর্নব্যক্ত করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার দাবি করে আট দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকাররের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

পূর্বঘোষিত আট দফা দাবি পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রবনী সরকার এবং তার যোক্তিকতা তুলে ধরেন। বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় আগামী ২৬ অক্টোবর চট্টগ্রাম লাল দিঘি ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন। সমাবেশের সভাপতি আট দফা দাবিসহ আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...