নভেম্বর ১৩, ২০২৪

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সময়ে দেশের কল্যাণে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

শবনম ফারিয়া বলেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নাই!’

‘আমরা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা না। কিন্তু এইটা একটা প্র্যাক্টিস। প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আশপাশের দেশের শাড়ি/কামিজ/অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি’।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করেন, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরা স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এ অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...