সেপ্টেম্বর ১৪, ২০২৪

বেশ কয়েকটি কারণে চলতি সপ্তাহে রাজধানীর সড়কে প্রচণ্ড চাপ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি সপ্তাহে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা, ১৫ জুলাই উল্টো রথযাত্রা, ১৭ জুলাই আশুরা ও তাজিয়া মিছিল থাকায় স্বাভাবিকভাবেই ঢাকা শহরে সড়কে চাপ বাড়বে।

মেহেদী হাসান আরও বলেন, উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে। আশুরার দিনে ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন চলছে। সব মিলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের শঙ্কা আছে।

তিনি বলেন, চলতি সপ্তাহে ট্রাফিক ম্যানেজেমন্টের ক্ষেত্রে এসব চ্যালেঞ্জ। জনভোগান্তি কমাতে পারি সেজন্য ট্রাফিক বিভাগগুলো স্ব স্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *