জানুয়ারি ৭, ২০২৫

সচিবালয়ে আগুন লাগা ৭ নম্বর ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। এসব ফ্লোরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি অংশ,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অংশ, আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান পুরোটা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পুরোটা, স্থানীয় সরকারের একটি অংশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি অংশ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি অংশের কার্যক্রম শুরু হয়েছে।

নয় তলা বিশিষ্ট এই ভবনের বাকি চারটি ফ্লোর এখনো বন্ধ রয়েছে।

আগুন লেগে ব্যাপক ক্ষতি হওয়া চারটি ফ্লোর কর্মোপোযোগী করতে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...