জানুয়ারি ২৭, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সেগুনবাগিচার সচিবালয়ে আগুন লাগা সাত নম্বর ভবনের ষষ্ঠতলা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারা অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ভবনের ক্ষয়ক্ষতির বিষয় খোঁজ খবর নেন।

গতকাল বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপরে ছয় ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণের পর সরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় এত বড় আগুন লাগা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের বিষয়ে তিনি বলেন, দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে। সচিবালয়েও হতে পারে। এ জন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...