জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপিসহ ছাত্রদলের নেতারা। এসময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষা, ঐক্য, প্রগতি এই স্লোগানকে ধারণ করে উদযাপিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীসহ বিএনপি’র সিনিয়র নেতারা।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তাকে ধারণ করে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য বিলুপ্তি করে গঠনমূলক ছাত্র রাজনীতি চর্চার প্রত্যয়ের কথা জানান সংগঠনটির অভিভাবক ও নেতারা।
এসময় বিএনপি’র নীতি নির্ধারণী ফোরামের সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলায় নানা কর্মসূচি পালন করছে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।