জানুয়ারি ৮, ২০২৫

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোপের মুখে পড়েন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ রোববার (২২ সেপ্টেম্বর) কমিশনের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশসহ বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে সুনির্দিষ্ট প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামানকে তিন মাসের সময় দিয়ে অব্যাহতি দিলেও কয়েকদিনের মধ্যে তাকে দপ্তরবিহীন করার বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান বলেন, কিছু কাজ মন্ত্রণালয়ের সাথে কো-অর্ডিনেটর হয়ে কাজ করতে হয়। এই বিষয়ে পাবলিকলি কিছু বলার নেই।

বিএসইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা জানতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি পরে অন্য একটি মিটিংয়ের কথা বলে তিনি দ্রুত চলে যান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...