জানুয়ারি ২২, ২০২৫

নিজের ফ্ল্যাট থেকে ভারতের লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার উত্তর প্রদেশের বারানসির শিবপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়াতে। বছর তিনেক আগে দীপক নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় আঁচলের।

দুই মাস ধরে স্বামীর সঙ্গে শিবপুর থানার ওই ফ্ল্যাটেই থাকতেন আঁচল। মঙ্গলবার ফোনে জানানো হয় আঁচলের মৃত্যুর খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার পরিবারের সদস্যরা। এরপর গায়িকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার গায়িকার মৃত্যুর খবর প্রথম পান তার ভাই বিকাশ। অভিযোগ করে তিনি বলেন, আঁচলের স্বামী এবং এক নারী মিলে হত্যা করেছেন তার বোনকে। শিবপুর থানায় দুজনের নামে অভিযোগও দায়ের করেছেন বিকাশ। এরপরই অভিযুক্ত স্বামী এবং ওই নারীকে আটক করে পুলিশ।

পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই নির্যাতনের কারণে অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন জনপ্রিয় এই শিল্পী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...