সেপ্টেম্বর ১৭, ২০২৪

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা, সঙ্গে এবার জুটলো শাস্তি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে দাসুন শানাকার দলকে।

ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। আইসিসির নীতিমালার ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার শাস্তির বিধান রয়েছে।

মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। লঙ্কান অধিনায়ক চূড়ান্ত রায় মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

দিল্লিতে গতকাল বিশ্বকাপের তৃতীয় ম্যাচে লংকানদের ১০২ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। মার্করাম, ডি কক ও রসির সেঞ্চুরিতে ভর করে রেকর্ড ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে ৩২৬ রানে অলআউট হয় দ্বীপ রাষ্ট্রটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *