ডিসেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছিল শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে এমনকি অল্প ব্যবধানে হারলেও তারা চলে যাবে সুপার ফোরে। অন্যদিকে আফগানিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। লাহোরে আজ মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে তাদের কাজটা কঠিন করে ফেলেছে লঙ্কানরা। আফগানিস্তানকে টার্গেট দিয়েছে ২৯২ রানের।

৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে লঙ্কানরা। তাদের পেছনে ফেলে সুপার ফোরে যেতে হলে এই রান আফগানিস্তানকে করতে হবে ৩৭ ওভারের মধ্যে। যা কঠিনই বটে।

শ্রীলঙ্কার হয়ে আজ সর্বোচ্চ ৯২ রান করেন কুশল মেন্ডিস। ৮৪ বলে ৬টি চার ও ৩ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া পাথুম নিসাঙ্কা ৪১, চারিথ আসালঙ্কা ৩৬, দুনিথ ওয়েলালাগে অপরাজিত ৩৩, দিমুথ করুণারত্নে ৩২ ও মাহিশ থিকসানা ২৮ রান করে শেষ বলে আউট হন।

বল হাতে আফগানিস্তানের গুলবাদিন নায়েব ১০ ওভারে ৬০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন রশিদ খান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...