ডিসেম্বর ২৮, ২০২৪

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের নান্দনিক পারফরম্যান্সের পর অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় শ্রীলংকাকে পরাজিত করার জন্য খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিরিজের প্রথম ম্যাচে ২৫৬ রান তাড়ায় ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচে ২৮৭ রান করেও ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই একই স্টেডিয়ামে ২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৮ বল হাতে রেখে ৪ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৮৬ রান করেন তানজিদ হাসান তামিম। ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ হোসেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...