ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিনিউকেশন খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক সাড়ে ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আবু ইউসুফ জাকারিয়া তার কাছে থাকা কোম্পানির মোট ১৭ লাখ ০৫ হাজারটি শেয়ারের সবগুলো শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

অপরদিকে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী সরকারের কাছে থাকা কোম্পানির মোট ১৭ লাখ ০৫ হাজারটি শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির এই দুই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে শেয়ারগুলো বিক্রয় করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...