নভেম্বর ২৩, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোম্পানি দুইটির শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানি দুইটি হলো : আজিজ পাইপস এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

জানা গেছে, আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর সোমবার ছিল ১০৩.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৪.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৩.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর সোমবার ছিল ৪৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...