ডিসেম্বর ২৫, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের কৃষিবিদ সীডের এক উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক গ্লোরিয়াজ ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের কাছে ৫৩ লাখ ৭০ হাজার শেয়ার রয়েছে। এখান থেকে এই উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই উদ্যোক্তা পরিচালক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...