জানুয়ারি ২৩, ২০২৫

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনের (মূলধনী মুনাফা) ওপর কোনো কর বসবে না। তবে, ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর কর দিতে হবে। আশা করি এর ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

শুক্রবার (৭ জুন) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কর কাঠামোতে মূল্যস্ফিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে শেয়ারবাজারে লেনদেনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন (মূলধনী মুনাফা) হবে, সেটা রিয়েলাইজড অর্থর পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হলে শুধুমাত্র তার ওপর সরকারকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। রিয়েলাইজড ক্যাপিটাল গেইন ৫০ লাখ টাকার কম হলে তা করযোগ্য হবে না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...