ডিসেম্বর ২৬, ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না এবং বাঙালিরা পারে এ কথা শেখ হাসিনা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয়, বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছেন, বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না এবং বাঙালিরা পারে এ কথা শেখ হাসিনা প্রমাণ করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...