ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার রানার অটোমোবাইলসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পূবালী ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট নিটিং, খান ব্রাদার্স, ইভিন্স টেক্সটাইল, ইনডেক্স এগ্রো, আর্গন ডেনিমস, ঢাকা ব্যাংক এবং এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...