জানুয়ারি ২২, ২০২৫

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসাপাতালের ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৈৗনে ২টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের কাছে সংবাদ এসেছে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরেই কার্ডিয়াক আইসিইউ থেকে সাতজন শিশু রোগীকে সরিয়ে নেয়া হয়েছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...