জানুয়ারি ১২, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে উঠা যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আংশিক বা পরিপূর্ণভাবে ২২টি থানা পুড়ে গেছে জানিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অল্প সময়ের ভেতরে সংকট কাটিয়ে উঠা যাবে। কতটা অস্ত্র লুট হয়েছে সেটাও জানা যাবে। এছাড়া যারা এখনও অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অস্ত্র বেশিরভাগ সময় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও সাফল্য।

এ সময় তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। কোনো কারণে যেন ব্যাটারিচালিত রিকশা না নামতে পারে, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। ৩১ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। এক মাসে ৭৩৪টি মামলা হয়েছে।

তিনি আরও জানান, কাশিমপুর জেল থেকে পালানো মজনু মোল্লাকে রোববার (২২ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। তাকে কাশিমপুরে পাঠানো হয়েছে। এ ছাড়া উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...