জানুয়ারি ১০, ২০২৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের রিয়াল ও দিরহামসহ জাকির হোসেন (৪০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এসএসআই) বিভাগের সদস্যরা।

বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টায় জাকির হোসেন নামের ওই যাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় ফ্লাইটের ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম। উই যাত্রী ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। পরে তল্লাশি করে তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

বিমান বন্দরের একজন কর্মকর্তা জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়া ওই যাত্রীকে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...