সেপ্টেম্বর ১৭, ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে রাইস কুকারে লুকিয়ে নিয়ে আসা পৌনে দুই কেজি সোনাসহ মোহাম্মাদ আলী (৩৪) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এসব সোনা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটে করে চট্টগ্রাম নিয়ে আসেন ওই যাত্রী।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আলী। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। তিনি আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। পরে তাঁরা এই যাত্রীর ব্যাগেজ কেটে পরীক্ষা করেন। ব্যাগেজে থাকা রাইস কুকার ভেঙে ১ কেজি ৭০০ গ্রাম কাঁচা সোনা (র গোল্ড) পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
আটক যাত্রী মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিমানবন্দর কাস্টমস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *