ডিসেম্বর ২৩, ২০২৪

মাঝে মাত্র একদিন বাকি। এরপরই বড় পর্দায় ধরা দেবেন বলিউড বাদশা। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা তর সইছে না শাহরুখ ভক্তদের। ‘পাঠান’ মুক্তি উপলক্ষে কোনো প্রচারে যোগ দিচ্ছেন না। কিন্তু প্রতিনিয়ত টুইটারে ‘আস্ক মি এনিথিং’ পর্বে যোগ দিয়ে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন।

মুক্তির তারিখ যত এগোচ্ছে ভক্তদের ভিড় তত বাড়ছে শাহরুখের বাড়ির সামনে। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে এদিন মান্নাতের ছাদে এসে চমকে দিলেন এসআরকে। রবিবার (২২ জানুয়ারি) রাতে গাঢ় সবুজ শার্ট ও ডেনিমে মান্নাতের ছাদে শাহরুখ। হাত নাড়ছেন অনুারাগীদের উদ্দেশে। মুখে সেই চিরচেনা হাসি। শাহরুখকে দেখতে উপচে পড়ছে ভিড়, গাড়ি আটকে যায় সাধারণ মানুষের।

পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষমাও চেয়ে নেন এসআরকে। শাহরুখকে একনজর দেখতে পেয়ে আপ্লুত অনুরাগীরা। অভিনেতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় লেখেন, ‘সকলকে ধন্যবাদ এমন এক অসাধারণ সন্ধ্যার জন্য।’

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। প্রথমদিনেই ‘পাঠান’ দেখে ফেলতে চাইছেন অনেকে। তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথমদিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ফার্স্ট ডেতে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যেই।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...