জানুয়ারি ১০, ২০২৫

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রেললাইনের ওপর গাছের ডাল এবং সোলার প্যানেল পড়ায় শাহবাগ-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলে হয়, শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর ঝড়ে গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে। তবে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে।

এতে আরও বলা হয়, খুব দ্রুত শাহবাগ-মতিঝিল রুট চালুর চেষ্টা করছে ডিএমটিসিএল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...