নভেম্বর ১৩, ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আজ (১১ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জের উদ্বোধন করেছেন।

ড. ইউনূস বলেন, “আমাদের প্রবাসী শ্রমিকরা জাতি গঠনে ভূমিকা রাখছেন। জুলাই-আগস্ট মাসের গণ-আন্দোলনে তাদের বড় অবদান ছিল। আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জটি তাদের যাত্রা সহজ করবে।”

প্রবাসী লাউঞ্জটি হজরত শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতো চালু করা হয়েছে। এখানে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা বিশ্রাম করতে পারবেন এবং এখানে স্বল্পমূল্যের খাবার সরবরাহ করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক নজরুল প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং দেশের কোটি কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তারা বারবার তাদের দেশকে সময় ও শ্রম উৎসর্গ করেছেন।”

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মিশনের উপপ্রধান ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, আইওএম-এর তত্ত্বাবধানে এ লাউঞ্জটি বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, “এটি সম্মানিত প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগে সহায়তা করতে পেরে আনন্দিত। বর্তমানে বিমানবন্দরে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক প্রবাসীদের সহায়তার জন্য আইওএমের পৃষ্ঠপোষকতায় কাজ করছেন।”

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...