ডিসেম্বর ২২, ২০২৪

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার ছবির সংখ্যা হাতে গোনা। তাই বলে তার জনপ্রিয়তার কোনো কমতি নেই। একসময় এই জনপ্রিয়তা ছিল বোল্ড ভিডিওর জন্য, এখন এমন ভিডিওর পাশাপাশি বিতর্কও তার নিত্যসঙ্গী।

পর্নো-কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন শার্লিন। তবে এবার একটু অন্য মেজাজে রয়েছেন তিনি। জানালেন নিজের বিয়ের পরিকল্পনা।

কেমন স্বামী চান তিনি? ফার্স্ট প্রেস জার্নাল নামের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, লাখপতি স্বামী চান তিনি। হবু স্বামী যেন একেবারেই মিথ্যাবাদী না হয়।

বিয়ে নিয়ে আরও কিছু চাওয়া রয়েছে শার্লিনের। হবু স্বামী যেন শুধু তাকেই চোখে হারান। কোনোভাবেই যেন আর অন্য কোনো নারীর দিকে আসক্ত না হন। তার মন যেন খুব ভালো হয়। আর তিনি যেন জীবনের প্রতি সৎ ও নিষ্ঠাবান হন। তবেই বিয়ে করতে রাজি শার্লিন।

বর্তমানে নিজের প্রযোজনায় শর্ট ফিল্ম তৈরি করছেন শার্লিন। যার মধ্যে একটির নাম ‘ব্ল্যাক ম্যাজিক’, যা খুব শিগগিরিই প্রকাশ করার ইচ্ছে রয়েছে তার। এর পাশাপাশি মিউজিক ভিডিও তৈরি করবেন তিনি। এত কিছুর মধ্যেই শার্লিন খুঁজছেন মনের মানুষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...