জানুয়ারি ২৩, ২০২৫

এবার ঈদে সারাদেশে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তির দিন থেকে সিনেমাটি দেখতে উপচে পড়েছে দর্শকরা। শুরু থেকেই সিনেমা হলে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। পাওয়া যাচ্ছে না টিকিট।

এমন সময়ে গত রোববার (২ জুলাই) সিনেমাটি দেখতে স্ত্রী সন্তানসহ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্টার সিনেপ্লেক্সের সামনে এসে জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন,‘ আজ বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে উপভোগ করলাম বাংলা চলচ্চিত্র “প্রিয়তমা”। সিনেমাটা পুরোটা সময় ধরে উপভোগ করলাম। প্রিয়তমা সিনেমাটা একটি শক্তিশালী আবেগপ্রবণ সিনেমা।’

সিনেমাটি দেখে আবেগপ্রবণ হয়েছি বলে জানিয়ে পলক লিখেছেন, ‘প্রিয়তমা সিনেমার মাধ্যমে শাকিব খান তার অভিনয় শিল্পের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তার অবদান অনন্য। প্রিয়তমা সিনেমাটা দেখে আমিও এতোটাই আবেগপ্রবণ হয়েছি যে, এক সময় নিজের চোখের পানিই ধরে রাখতে পারিনি। এমন একটা সিনেমা উপহার পেয়ে একজন দর্শক হিসেবে আমি খুবই গর্বিত, আনন্দিত ও আবেগতাড়িত।’

সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সিনেমা হলে আসুন এবং অনেক অনেক শুভকামনা ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা ও সকল কলাকুশলীদের যাতে তারা ভবিষ্যতেও আমাদের এমন অনন্য সৃষ্টি উপহার স্বরুপ দিতে পারে।

এছাড়া রবিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি বলেন, শাকিব খান প্রমাণ করেছে তিনি একজন সত্যি কারের সুপারস্টার। শাকিব ভাই শুধু বাংলাদেশের না, বিশ্বের মধ্যে অন্যতম সুপারস্টার তিনি।

তিনি আরও বলেন, আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে। ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে মানুষ প্রবেশ করছে। ‘প্রিয়তমা’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যান্য মাইলফলক হয়ে থাকবে।

সারাদেশে ১০৭টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...