ডিসেম্বর ২২, ২০২৪

দেশের শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ দিকে কিছুদিন আগে আমেরিকা গিয়েছেন নায়িকা পূজা চেরি। বর্তমানে দেশের বেশ কজন তারকা দেশটিতে অবস্থান করছেন।

সিয়াম, রোশানের সঙ্গে অভিনয় করলেও শাকিব খানের সঙ্গে জুটি নিয়ে বেশ আলোচিত পূজা চেরি। প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেন এই নায়িকা। সেখানে তিনি কাকে বিয়ে করবেন এবং বিয়ের পর কী করবেন- এ নিয়েও কথা বলেন।

পূজা বলেন, প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত। কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি।

অনুষ্ঠানে পূজা চেরি কথা বলেন বিয়ে প্রসঙ্গেও। তিনি বলেন, আমি সব সময় বলি, এখনো বলছি, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে দেখা যাবে না। এটা সব সময় বলি। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই বিয়ে করে চলচ্চিত্রকে বিদায় জানাব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...