ডিসেম্বর ৩, ২০২৪

দিনাজপুরে পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল ইসলাম ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ১৮ জনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করা হয়েছে।

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হুমায়ুন কবিরের আদালতে গতকাল এই মামলাটি করেন জেলার পার্বতীপুর উপজেলার শেরপুর (তেলিপাড়া) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. আতিউল্লাহ সরকার। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে এজাহার হিসেবে গণ্য করার জন্য পার্বতীপুর থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জুন রাত সাড়ে ৯টার দিকে পার্বতীপুর উপজেলার জাহানাবাদ মন্ডলপাড়া মসজিদে এশা ও তারাবিহর নামাজ চলছিল। এ সময় ১৫-১৬ জন সাধারণ পোশাকে মসজিদে প্রবেশ করেন। এরপর মামলার বাদী আতিউল্লাহ সরকারকে বের করে নিয়ে আসেন। পরে মসজিদের সামনে থাকা তাদের গাড়িতে তুলে নিয়ে হাতকড়া লাগিয়ে দেন। এরপর মাথাসহ মুখমণ্ডল কালো টুপিতে আবৃত পরে অপহরণ করে নিয়ে যায়। গাড়িতে তুলে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয়। এরপর টানা ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে নেওয়ার পর চোখ বাধা ও হাতকড়া পরানো অবস্থায় অপরিচিত স্থানে (আয়নাঘর) বন্দি করে রাখা হয়। সেখানে ইলেকট্রিক শক দেওয়াসহ পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়। ছয় মাসেরও বেশি সময় সেখানে থাকার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি রাজশাহী রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আতিউল্লাহ সরকারকে। পরে র‌্যাব-৫ এর এসআই সোহেল রানা বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। ২০২২ সালের ১৪ মার্চ আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন ও কারাগার থেকে মুক্তি পান। এতে বাদীর শিক্ষা জীবন ধ্বংস হয়, শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে। এতে বাদীর প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মামলার অন্য আসামিরা হলেন— পার্বতীপুর উপজেলার ৮ নম্বর হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুজ্জামান সরকার, হাবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জামিল হোসেনক, একই ওয়ার্ডের বর্তমান সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক তহুবার রহমান, র‌্যাবের অ্যাডিশনাল এসপি নুরে আলম, আনোয়ার হোসেন, র‌্যাবের এসআই সোহেল রানা, র‌্যাব-৫ এর পরিদর্শক সোহেল রানা, আশরাফ উল আলম, র‌্যাবের হাবিলদার মহসিন আলী, ল্যান্স নায়েক মাহবুবুর রহমান, কনস্টেবল হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, এসআই আনিসুর রহমান, এএসআই সোহেল রানা, এসআই আনিছুর রহমান, পার্বতীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল রানা ও রাজশাহীর রাজপাড়া থানার এসআই মোহাম্মদ মতিউর রহমান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...