ডিসেম্বর ২৫, ২০২৪

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে দেশে ফেরার পথে আগামীকাল শনিবার ৩০ সেপ্টেম্বর লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী আগামী সোমবার ৩ অক্টোবর প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অন্যদিকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।

লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনার প্রস্তুতি। আগামী সোমবার প্রধানমন্ত্রীর সংবর্ধনাটি সফল করতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই সভা সমাবেশ করছেন পূর্ব লন্ডনে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানালেন, প্রায় দুই হাজারের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হলে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

লন্ডনে অবস্থান করা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী জানালেন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের রাজনৈতিক গুরুত্বের কথা।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি- প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রবাসীরা বেশ উৎফুল্ল। আগামী জানুয়ারিতে নির্বাচন। এজন্য একটা বিশেষ আয়োজন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি দুইদিনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত গ্রহণে রাজি হলেও দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবির শর্ত জুড়ে দিয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেন, সোম ও মঙ্গলবার আমরা দুইদিনের কর্মসূচি পালন করবো।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ বলেন, আমরা বলবো- কেউ যেনো বেশি লাফালাফি না করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেশে ফেরার পথে চারদিনের লন্ডনের এই যাত্রা বিরতির সময়কালে/যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দের সাথে/প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...