এবার ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা শনিবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের সব মুখে অবস্থান নেবেন।
আর রাজধানীর চার প্রবেশ পথ- আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে সকাল ১১টা থেকে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ।
বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মহানগরীর প্রবেশমুখে শনিবার অবস্থান নেবেন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবেন তারা।
শুক্রবার বিকেলে নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন যে, শনিবার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
আরও পড়ুন: রাস্তা বন্ধ করতে এলে বিএনপির চলার রাস্তাও বন্ধ: কাদের
আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকার সব প্রবেশ পথ বন্ধ করতে এলে তাদেরও সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে।
এরপর সন্ধ্যায়ই অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।