জানুয়ারি ২৭, ২০২৫

শতভাগ সমর্পিত পেনশন ১৫ বছরের স্থলে ১০ বছর করার দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ। অাজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন ও পুরাতন স্কেলের পেনশন বৈষম্য দূর করে এক পদ এক পেনশন চালুসহ গণকর্মচারীদের চিকিৎসা ভাতাসহ পেনশনারদের চিকিৎসাভাতা যৌক্তিকভাবে বৃদ্ধি করতে হবে।

১৫ বছরে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেতে হলে একজন পেনশনারকে কমপক্ষে ৭৩ বা ৭৫ বছর বেঁচে থাকতে হবে। আমাদের বর্তমান গড় আয়ু ৬৯.৬ বছর। একজন পেনশনার ৭৫ বছর বেঁচে থেকে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেলেও তিনি কতদিন তা ভোগ করতে পারবেন সেটিও বিবেচনায় আনা প্রয়োজন।

এ সময় আরও বলা হয়, মরার উপর খাড়ার ঘা হচ্ছে অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপন হবার একদিন আগেও তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার পেনশনপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে যৌক্তিক কারণেই পেনশন পুনঃস্থাপনের সময়সীমা ১৫ বছর হতে ১০ বছর করা হলে উপকারভোগীর সংখ্যা অনেকটা বাড়বে এবং তারা জীবনের শেষ কিছুদিন আর্থিক নিরাপত্তা ভোগ করার সুযোগ পাবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...