ডিসেম্বর ২৩, ২০২৪

অভিনয়ে বেশ কিছুদিন বিরতি দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি আবারও কাজে ফিরেছেন তিনি। শুরু করেছেন মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘ককু’ নামে একটি নাটকের শুটিং। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

কাজে ফেরা প্রসঙ্গে শখ বলেন, আমার সন্তান জন্মের কিছুদিন পর থেকেই অভিনয় শুরু করি। এটা সত্যি, মেয়ের কারণে সব সময় টানা কাজ করতে পারি না। তবে যখন ভালো গল্প পাই তখন আম্মু আর আমার স্বামী ভীষণ সহযোগিতা করেন। তখন মন দিয়ে কাজটা করতে পারি।

কুক-নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। মাইদুল রাকিব আমার কাছে গল্পটা পাঠানোর পর আমার কাছে মনে হয়েছে যে এ কাজটা আমি করতে পারি। সব মিলিয়ে ভালো লাগায় কাজটি করেছি। নাটকে আরও যারা ছিলেন প্রত্যেকেই বেশ সহযোগিতা করেছেন। নির্মাতাও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি, সবার ভালো লাগবে।

এদিকে অভিনয়ের পাশাপাশি স্টেজ শো’তেও নিয়মিত হবার চেষ্টা করছেন শখ। কিছুদিন আগে একটি স্টেজ শো’তে নৃত্য পরিবেশন করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...