নভেম্বর ২৪, ২০২৪

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ছে। সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশি ফেরত আসতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লেবানন থেকে যারা ফিরে আসতে চায় তাদের তালিকা করতে বলা হয়েছে। বাংলাদেশিদের বলা হয়েছে, তারা যেন যুদ্ধাঞ্চল থেকে আরও উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা যাতে করে তারা চলে আসতে পারে।’

‘মুশকিল হলো, বৈরুত বিমানবন্দর থেকে ফ্লাই করাটা ঝুকিপূর্ণ হয়ে গেছে। কাজেই আমরা বিকল্প পথে এগোতে পারি কিনা, সেই চেষ্টা করা হচ্ছে’, বলেন উপদেষ্টা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...