ডিসেম্বর ২৮, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এদিন কোম্পানিটির ১৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটি ৯ লাখ ১৯ হাজার ৮৫টি শেয়ার হাতবদল করেছে।

 আজ রোববার ( ৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ১ লাখ ৭৯ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম ২০ লাখ ১৯ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ১১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এইচ. আর টেক্সটাইল, সোনালী আঁশ ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...