জানুয়ারি ৫, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮৪ লাখ ০৩ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য৪২ কোটি ৪৬ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের আজ ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬১ লাখ টাকার।

আজ লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডিকম অনলাইন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...