ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট ২৮২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমাখাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ সোমবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২১ কোটি ৮৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকার। এছাড়া ১৫ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনারী পেপার, সি পার্ল বিচ রিসোর্ট, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...