নভেম্বর ১৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ এক হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেস্ট হোল্ডিংসের ২ কোটি ৬৭ লাখ ০১ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ৪০ লাখ টাকার বেশি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, আইএফআইসি ব্যাংক এবং এবি ব্যাংক পিএলসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...