ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটে। কোম্পানিটির ৩২ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ২২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার।

২৭ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, কর্ণফুলী ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, সী পার্ল রিসোর্ট, বীচ হ্যাচারি, স্বন্ধানী লাইফ ইন্সুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...