ডিসেম্বর ২১, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্যখাতের প্রতিষ্ঠান  ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটির ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে ফু-ওয়াং ফুডের ৯৬ লাখ ৪২ হাজার ৫৯০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের আজ ২৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৭ লাখ টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...