জানুয়ারি ২৪, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, আজ লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকার।

২৫ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড   ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, সী পার্ল রিসোর্ট, স্বন্ধানী ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং রূপালী ব্যাংক পিএলসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...