আগস্ট ১৫, ২০২৫

বাংলাদেশের জার্সিতে সবশেষ বছর ১৩ ওয়ানডে খেলেছিলেন লিটন দাস। যেখানে ৫২.৫৫ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ওপেনার এক সেঞ্চুরির সঙ্গে পেয়েছিলেন ৪ হাফ সেঞ্চুরি। গত বছর এমন ছন্দে থাকা লিটন যেন বিশ্বকাপের বছরে ঠিকঠাক খেলতে পারছেন না। টি-টোয়েন্টি ও টেস্টে ফর্ম ঠিকঠাক থাকলেও ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন না। এ বছর ১১ ওয়ানডে খেলেছেন ২৪৮ রান করেছেন লিটন। যেখানে গড় মোটে ২৪.৮০। চলতি বছরে দুটি হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন তিনবার।

আফগানিস্তানের বিপক্ষে পরিসংখ্যানটা বরাবরই সমৃদ্ধ লিটনের। চল্লিশের বেশি গড়ে রান করা তিনিই এবার যেন একেবারে নিষ্প্রভ। প্রথম ম্যাচে ২৬ রান লিটন দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন ১৩ রান করে। সেরা ছন্দে না থাকলেও লিটনের ফর্ম নিয়ে চিন্তিত নন নিক পোথাস।

সংবাদ সম্মেলনে লিটনের ফর্ম নিয়ে প্রশ্ন করতেই বাংলাদেশের সহকারী কোচ বলেন, ‘তার ফর্ম নিয়ে আমরা কখনই উদ্বিগ্ন নই। সে বিশ্বমানের একজন ক্রিকেটার।’

এদিকে তামিম ইকবাল না থাকায় আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে প্রশ্ন করা হয়েছিল ফর্ম নিয়ে। সেসময় লিটন পাল্টা প্রশ্ন করেন, ‘ফর্ম কি, ভাই?’

এরপর ২৪ কিংবা ২৫ গড়ের কথা মনে করিয়ে দিতে লিটন বলেন, ‘গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! (হাসি)। দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা স্বাভাবিক। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়। তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...